আসছেন ম্যাট কুপার
ফ্রিল্যাস্নিং
আউটসোর্সিংয়ের সমস্যা ও সম্ভবনা নিয়ে ঢাকায়
“ফ্রিল্যাস্নিং সম্মেলন” আয়োজন করা হয়েছে।তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক আয়োজন ই-এশিয়ার অংশ হিসাবে ৩
ডিসেম্বর বঙ্গবন্দু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন
অনুষ্টিত হবে। এতে প্রাধান আলোচক হিসাবে
উপস্থিত থাকবেন বিশ্বের শীর্ষ অনলাইন আউটসোর্সিং সাইট “ওডেস্ক” এর প্রাধান পরিচালনা কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার। এ ছাড়া ভারত,
ফিলিপাইন,
বাংলাদেশের
শীর্ষ তনুন ফ্রিল্যাস্নিররা এতে অংশ নেবেন। এ আয়োজনকে সাধুবাদ
জানিয়েছে বাংলাদেম ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন)
সাধারন
সম্পাদক মুনির হাসান বলেন,
বাংলাদেশ
নতুন প্রজন্মের কাছে ফ্রিল্যাস্নিং আউটসোর্সিংয়ে আগ্রহ অনেক
বেড়েছে। ২০১০ সালে এ খাতে প্রায় ৫২ কোটি টাকা
আয় হয়েছে।
বাংলাদেশ
ফ্রিল্যাস্নারদের জন্য সম্মেলনটি নিশ্চয়ই দিকনির্দেশনামূলক হবে। ২০১১ সালে বেসিস আউটসোর্সিং
ফ্রিল্যাস্নার সম্মননায় শীর্ষ স্থানে পাওয়া আল আমিন চৌধুরী জানান নতুন
ফ্রিল্যাস্নারদের জন্য এ সম্মেলন পথনির্দেশনা হিসাবে কাজ করবে। অনলাইন আউটসোর্সিং জগতে সুপরিচিত
ব্যাক্তিদের এই উপস্থিতি কোনো কারণেই নষ্ট
করা উচিত হবে না। ই-এশিয়া সূত্রে জানা গেছে
ফ্রিল্যাস্নিং সম্মেলন অংশ নিতে হলে বিনা মূল্যে নিবন্ধন
করতে হবে।
বঙ্গবন্দু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্রে অনুষ্টিত বিসিএস আইসিটি ওয়ার্ড এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়
অনুষ্ঠিত ই-এশিয়া রোড শো থেকে নিবন্ধন করা যাবে।