আমি মনে করি SEO সর্ম্পকে অনেকের অনেক ধারণা আছে। সবাই ভাবে ব্যাকলিংক করলেই সাইট Google এর প্রথম পাতায় চলে আসবে। আমি একমত ব্যকলিংক করলে সাইট র্যাংকিং এ আসবে । কিন্তু যারা SEO এর কাজ করে তাদের উদ্দ্যশে বলতেছি আপনারা যে Anchor text ব্যকলিংক তৈরী করেন সেটা কি আসলেই একটা ব্যকলিংক?? তাহলে চলুন দেখা যাক।
প্রথমে আসি forum signature এ-
নিচের লিংক দুইটাতে ক্লিক মারেন তাহলে ছবির মত দুইটি সাইট দেখতে পাবেন।
http://www.bayareatalks.com/index.php?action=profile;u=9259;sa=summary
http://8eyedbaby.com/smf/index.php?action=profile;u=4102;sa=summary

একটিতে signature লিংক দেখার জন্য লগিন করতে বলছে আর একটাতে এমনিতেই দেখতে পারতিছেন। তাহলে আপনারাই বলুন গুগল মামা কোনটা কাউন্ট করবে লগিন করে যেটা দেখতে হবে সেইটা (১), না যেটা লগিন ছারা দেখতে হবে সেইটা। গুগলের সাতে এক রেখে আমার মত যেটা লগিন ছারা দেখতে হবে সেইটা। কারণ গুগল আপনার পারসোনাল কোন কিছু সংরক্ষন করে রাখে না যে, আপনার ইউজার নেম্ আর পাসওর্য়াড ব্যবহার করে আপনার লিংক কাউন্ট করবে। আর এই কারণে অনেকে বলে ভাই অনেক তো ব্যকলিংক করলাম কিন্তু সাইট তো প্রথম পাতায় আসোলো না। তাদের উদ্দেশ্য বলি ভাই হাজার হাজার ষ্প্যাম্প লিংক এর চেয়ে একটি অরজিনাল ব্যকলিংক সাইটের জন্য অনেক ভালো ফলা ফল বযে আনে। তাই বলি ভাই, কাজের মত কাজ করুন, কাজ আপনাকে খুজে নিবে আপনাকে কাজ খুজতে হবে না। আজ এই পর্যন্তই । সবাই ভালো থাকবেন ।