মনে হচ্ছে ফ্রি মাস্টারকার্ড এর লিস্ট অনেক বড় । একটার পর একটা চলতে থাকবে । তারপর মোডারেটর হয়ত একদিন বলবে আপনি আর ফ্রি মাস্টারকার্ড নিয়া টিউন করবেন না । যাইহোক অনেকে অনেকবার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের পোস্টাল সিস্টেম এর কারনে অনেকের মাস্টারকার্ড ই হাত পর্যন্ত পৌছায় নাই । সেই চিন্তা করে আজকে নতুন একটা ওয়েবসাইট এর লিংক নিয়া আসলাম । আগেই বলে রাখি , এই ওয়েবসাইটে আমি সবে মাত্র সাইনআপ করছি । এখন পর্যন্ত কার্ড তো দূরে থাক
আকাউন্ট ঠিকমতো ভেরিফাই করি নাই । তারপরও আপনাদের সাথে শেয়ার করছি । ওয়েবসাইট এর লিংক ঃ http://www.ecocard.com/ ওয়েবসাইট
এর ফি এর লিস্ট ঃ http://
www.ecocard.com/feesandlimits.aspx ফ্রি মাস্টারকার্ড ঃ http://www.ecocard.com/
atmpromopage.aspx ফ্রি ভার্চুয়াল কার্ড ঃ http://www.ecocard.com/
virtualpromopage.aspx ভারচুয়াল কার্ড মানে
হল আপনাকে কার্ড এর নাম্বার , এক্সপায়ার এর ডেট এবং
CVC কোড দিবে যা দিয়ে আপনি
অনলাইন এ কেনাকাটা করতে পারবেন । এর সুবিধা হল কার্ড এর ঝামেলা নাই। মানে পোস্টঅফিসের পিওন এইবার আর আপনার কার্ড চুরি করতে পারবে না। এদের অনেক সার্ভিস । প্রথমে ফ্রি আকাউন্ট খুলবেন । তারপর সিলভার প্লান এ আপগ্রেড করতে হবে । আপগ্রেড করতে টাকা পয়সা লাগবে
না । আইডি কার্ড / পাসপোর্ট
এর স্ক্যান কপি এবং ঠিকানা ভেরিফিকেসন লাগবে । ঠিকানা ভেরিফিকেসন মানে হচ্ছে আপনি যে ঠিকানা দিবেন , সেই ঠিকানার যেকোনো ইউটিলিটি বিল এর স্ক্যান কপি । যেমন বিদ্যুৎ বিল এর স্ক্যান কপি । যাই হোক চেষ্টা চালায়া যান । আমি এই কার্ড এর বিষয়ে কোন সাহায্য দিতে পারবো না। কার্ড এর ফি কিরকম । কিভাবে লোড করতে হবে তা নিজে নিজেই খুজে বের করুন । আমি নিজেই তো ঠিক মতো জানি না । আপনারাই এর ভালো মন্দ দিক খুজে
বের করেন এবং কমেন্ট করে সবাইকে জানিয়ে
দিন ।