part 10

part 10
www.Orars.com > sitelink
সাইটে গিয়ে দেখতে পারেন এখানে এডগুলো কিভাবে প্রর্দশন করা হচ্ছে। এভাবে বিভিন্ন সাইটে গিয়ে গুগল এডসেন্স একাউন্ট এর বিজ্ঞাপন কোন কোন স্থানে রয়েছে সেটি দেখে আপনার গুগল এডসেন্স একাউন্ট এর সদ ব্যবহার করতে পারেন। কষ্ট করে একটি সাইট বানিয়ে এড ব্যবহার করে পরবর্তীতে মাসে মাসে সহজেই এডসেন্স এর চেক পাবেন। কষ্ট তখন সহজেই ভুলে যাবেন। সবাইকে ধন্যবাদ। টেকটিউনস এর সাথে থাকুন নিয়মিত টিউন করুন। পরবর্তীতে গুগল এডসেন্স একাউন্ট পাত্তয়ার জন্য টিপস শেয়ার করা হবে। অনলাইনে কম বেশি সবারই আয় করার ইচ্ছে রয়েছে। কেউ মোবাইলের ইন্টারনেটের বিল মেটানোর জন্য আয় করেন আবার কেউ জীবিকা নির্বাহের জন্য অনলাইনকে আকড়ে ধরেন। প্রথম দল আর ২য় দলের মধ্যে পার্থক্য রয়েছে। এক দল অল্পতেই সন্তুষ্ট আরেক দল তাতে নয়। অনলাইনে যদি আয় করতেই চান তাহলে শুধুমাত্র ইন্টারনেট আর মোবাইলের বিল সংগ্রহের জন্য কেন? যে সময় ব্যয় করছেন এতে করে আরো বেশি আয় করতে পারবেন। যাই হোক মূল কথা আসি এবার। আর্টিকেল লিখে আয় করতে পারেন যদি আপনি লিখতে পারেন নিজের মত করে ইউনিক আর্টিকেল। কপি পেস্ট না করে নিজে নিজে লিখে ভালোই আয় করা যায়। টিউনটি লেখার সময় Odesk এ Blog & Article Writing (4993) এত গুলো জব দেখেছি। কেননা প্রতিদিনই নতুন নতুন ব্লগ সাইট তৈরি হচ্ছে আর সাইটের প্রয়োজনে দরকার ইউনিক আর্টিকেল। আপনি যদি ইংরেজি ভালো মত না পারেন তবে কিভাবে লিখবেন? কেন পারবেন না। আমাদের মাতৃভাষা বাংলা। তবে প্রয়োজন রয়েছে ইংরেজি ভাষা চর্চা করার নিজেকে আপডেট রাখার জন্য। Odesk ঘেটে ঘেটে কয়েকজনের প্রোফাইল দেখে পুরোপুরি অবাক হতে হল বাংলাদেশী একজন প্রায় ২৮ ডলার ঘন্টা Odesk এ আর্টিকেল রাইটিং এর কার করছেন বর্তমানে। বাকি পরিসংখ্যান নিচের ছবিতেই দেখুন। এখন আর্টিকেল লেখার জন্য কি করবেন? প্রথমে নিজে নিজে ভাবুন আপনার বায়ার কি চেয়েছে ? আপনাকে কোন কীত্তয়ার্ড দিয়ে আর্টিকেল কত শব্দের মধ্যে লিখতে হবে।এবার ও প্রয়োজন গুগলের। কীত্তয়ার্ড লিখে সার্চ দেন। অনেকগুলো সাইট আসবে। সেখান থেকে কয়েকটি আর্টিকেল ভালো করে পড়ে দেখুন। কপি পেস্ট না করে নিজের মত করে লেখার চেষ্টা করুন। MS word এ লিখে দেখুন কোন বানান ভুল আছে কিনা। গুগলে সার্চ দিয়ে দেখুন কোন সাইটের আর্টিকেলের সাথে মিলে যায় কিনা। যদি আপনি কপি পেস্ট না করে থাকেন তবে সেটি ইউনিক আর্টিকেল। ধীরে ধীরে আপনি আর্টিকেল লেখায় দক্ষ হয়ে উঠবেন অবশ্যই।আর যদি SEO মেনে আর্টিকেল লিখতে পারেন তা হলে তো আর কোন কথাই নেই। title, body, boday text এ কীত্তয়ার্ড রাখুন। বায়ার আপনার আর্টিকেল পছন্দ না করে পারবে না। প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু একটা সময় আপনিত্ত ঘন্টা ২৮ ডলার কেন আরো বেশি আয় করতে পারবেন সহজেই। শুধুমাত্র অন্যের জন্য নয় নিজে নিজে আর্টিকেল তৈরি করতে পারলে নিজের সাইটে পোস্ট করে গুগল এডসেন্স,Clicksor,Konteraসহ অন্যান্য এড ব্যবহার করে আয় করতে পারবেন। কোন কাজই সহজ নয়। আপনাকে সময় এবং শ্রম দিতে হবে। ধৈর্যশীল হতে হবে না হলে কখনোই সফল হতে পারবেন না। আজকে যারা হাজার হাজার ডলার আয় করছেন তারা শ্রম দিয়েছেন বলেই আজকের এই অবস্থানে আসতে পেরেছেন। আপনিত্ত পারবেন। সবাইকে ধন্যবাদ ।